অরণ্য সপ্তাহের শেষ দিনে চারাগাছ বিতরণ

0
90

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

tree planting distribute | newsfront.co
নিজস্ব চিত্র

যার শেষ ভালো,তার সব ভালো।অর্থাৎ বনমহোৎসব বা অরণ্য সপ্তাহের শেষ দিনে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের ধামচা ছাগুলিয়া সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ে গোয়ালতোড় বনবিভাগের সহায়তায় প্রতিবছরের মতো এবারও ছাত্রছাত্রীদের চারাগাছ বিতরণ করা হয়।

tree planting distribute | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবেশ দূষণ অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যে পরিমাণে বাড়ছে তা থেকে রেহাই পেতে গাছের বিকল্প নেই।এছাড়াও বিগত বছরের প্রচেষ্টায় বিদ্যালয় চত্বরে প্রায় চার হাজার বিভিন্ন প্রজাতির চারাগাছ আজ মহীরুহের পথে এবং ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় নিজস্ব এলাকায় প্রায় নয়শত চারাগাছ আজ বৃক্ষের আকার পেয়েছে।

tree planting distribute | newsfront.co
ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বন দফতরের উদ্যোগে চারাগাছ বিতরণ

বিদ‍্যালয়ের পড়ুয়া অজন্তা মাহাত, যীশু কদমা,অরিজিৎ পাত্র,সম্পা মাহাতরা জানায়,”আমরা প্রতি বছরই স্কুল থেকে চারাগাছ পাই এবং সেগুলোকে সযত্নে বড় করে তুলি,কেননা যেভাবে বিভিন্ন এলাকায় বনভূমি ধ্বংস করা হচ্ছে তা আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে।”

বিদ‍্যালয়ের পক্ষ থেকে গোয়ালতোড় বনবিভাগকে বিপ্লব মাহাত,মিঠু চক্রবর্তী প্রমুখরা ধন্যবাদ জানিয়েছেন এইকর্মে সহায়তার জন্য।তাঁরা বলেন,”আমরা শুধু চারাগাছ দিয়েই দায় শেষ করে দিই না,সেগুলো বেড়ে না ওঠা পর্যন্ত দেখভাল করি,এক্ষেত্রে অবশ্য আমাদের ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here