শ্যামল রায়,নবদ্বীপঃ
অরণ্য সপ্তাহ উপলক্ষে নবদ্বীপ থানার উদ্যোগে নবদ্বীপ শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত হলো।
মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে এদিন দুই শতাধিক নামিদামি গাছের চারা বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে। শহরের রানীর চড়ায় আজাদ হিন্দ ক্লাব প্রাঙ্গণে মায়াপুর ভক্তিবিনোদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এছাড়াও নবদ্বীপ ধাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় একাধিক নামী দামী গাছের চারা রোপণ করা হয়েছে। নবদ্বীপ ধাম রেলস্টেশন এলাকায় বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন নবদ্বীপ ধাম রেল স্টেশনের ম্যানেজার এস এল সরকার ও নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল মহাশয়সহ অনেকে।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সুবীর কুমার পাল জানিয়েছেন যে গাছ আমাদের জীবন। গাছ পরিবেশ ভারসাম্য বজায় রাখে তেমনি গাছ আমাদের ভবিষ্যতে অনেকভাবে সাহায্য করে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা বৃক্ষরোপণ কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেছেন এবং একটি গাছ একটি কন্যার আগামী ১৮ বছর পর বিবাহের ব্যাপারে আর্থিক সহযোগিতার হিসেবে কাজ করে থাকে একটি গাছ।
এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে পালন করব আমরা।
সকলের সহযোগিতা নিয়েই এবং নদীয়া জেলার প্রশাসনিক স্তর এর সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584