জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করলেন কান্দি ব্লক ও শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার সকাল থেকেই তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কান্দি রাজ কলেজ এবং রাজা বিরেন্দ্র চন্দ্র কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। প্রায় একশোরও বেশি চারাগাছ লাগানোর পাশাপাশি গ্রামে গ্রামে এই কর্মসূচি পালনের জন্য বিভিন্ন ধরনের চারাগাছ বিলি করা হয়।
উল্লেখ্য ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তবে একটি বিশেষ দিন নয়, বিশ্ব প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য প্রতিটি দিনই বিশ্ব পরিবেশ দিবস। গোটা দেশ জুড়ে আজকের দিনে পালিত হয় এই বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস পালনের পিছনে একটাই উদ্দেশ্য রয়েছে। সেটা হল পরিবেশ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
আরও পড়ুনঃ কান্দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি
১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জ দ্বারা পালিত হয়েছিল এই বিশেষ দিনটি। করোনাকালে পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করতে আজকের এই দিনটি বিশেষ গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি জয়দেব ঘটক সহ কান্দি শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584