ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শনিবার রাত্রি ৯:১২ নাগাদ ফের ভূমিকম্পে কেঁপে উঠল হরিয়ানার রোহতক। এদিনে রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৪ ম্যাগনিটিউড।
An earthquake of magnitude 2.4 on the Richter scale hit 3 km northwest of Rohtak, Haryana at 21:11:23 (IST) today: National Center for Seismology
— ANI (@ANI) June 27, 2020
জানা গিয়েছে, এ দিনের কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক থেকে ৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
গতকাল বেলা ৩টে ৩২ মিনিট নাগাদ কেঁপে ওঠে রোহতক সহ হরিয়ানার বেশ কিছু এলাকা। স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৮। গত বুধবারেও কম্পন অনুভূত হয়েছিল রোহতকে।
উল্লেখ্য, ২৪ ঘন্টার মধ্যেই আজ ফের ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। গতকাল কম্পন অনুভূত হয় লাদাখে। উৎসস্থল ছিল কারগিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫।
প্রসঙ্গত, গত কয়েকমাসে দিল্লি সহ দেশের একাধিক রাজ্য বারবার উঠছে কেঁপে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584