ট্রেন্টব্রিজ টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারত ৪ উইকেটে ১২৫

0
37

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ট্রেন্টব্রিজ টেস্টে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৫। ক্রিজে রয়েছেন কে এল রাহুল ও ঋষভ পন্থ ।

India England
ছবি: সংগৃহীত

বৃষ্টির জন্য সারাদিনে মাত্র ৩৩.৪ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন সকালে বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে রোহিত ও রাহুল । ইংরেজ বোলিংকে সামলে প্রথম উইকেট ৯৭ রান যোগ করে। রোহিত শর্মা ৩৬ রানে রবিনসনের বলে প্যাভিলিয়নে ফিরে যায়।

ইংল্যান্ডের মেঘলা আকাশে বুড়ো হাতে ভেলকি দেখিয়ে জেমস অ্যান্ডারসন পূজারা কে ৪ ও অধিনায়ক বিরাট কোহলিকে ০ রানে ফিরিয়ে দেন। মাত্র ৫ রান করে রাহানেও রান আউট হয়ে সাজ ঘরে ফিরে যান। মাত্র ১৫ রানে ভারত ৪ টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এমতাবস্থায় পন্থ ও রাহুল পরিস্থিতি সামাল দেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ৫৮ রানে পিছিয়ে আছে। টেস্টের তৃতীয় দিনে আবহাওয়া উন্নতির পূর্বাভাস আছে।

আরও পড়ুনঃ সোনালী স্বপ্ন অধরা থাকলেও কুস্তিতে রুপো এনে দেশকে গর্বিত করলেন রবি দাহিয়া, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দ্বিতীয় দিনে ম্যাচে মূল আকর্ষণ ছিল ইংলিশ দলের অভিজ্ঞ পেস বোলার জেমস অ্যান্ডারসনের বোলিং। ব্রিটিশ কন্ডিশনে তিনি যে এখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা তিনি দেখিয়ে দিলেন। ৪০ তম ওভারের দ্বিতীয় বলে চেত্বেস্বর পুজারা কে ও পরের বলে বিরাট কোহলিকে আউট করে ইংল্যাড কে ম্যাচে ফেরান।মাত্র ১৩.৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানে ২ সেরা ব্যাটসম্যানকে আউট করেন।দিনের শেষে কে এল রাহুল ৫৭ রানে ও ঋষভ পন্থ ৭ রানে অপরাজিত রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here