নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
উত্তরপ্রদেশের হাথরাসকাণ্ডের স্মৃতি এখনও ফিকে হয়নি, আরও এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের পর খুনের ঘটনা ঘটে গেল। ঝাড়খণ্ডের দুমকা জেলায় ১২ বছরের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ করে খুন করা হলো। এ ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
পুলিশ সূত্রে জানা গেছে যে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী টিউশনে যায়, তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। পরে গ্রামের কাছে একটি ঝোপ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে গণধর্ষণের পরে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
আরও পড়ুনঃ বিশ্ব ক্ষুধা সূচকে নীচের দিকে ভারত! এগিয়ে পাকিস্তান বাংলাদেশ নেপাল
এ ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল(সিট) গঠন করা হয়েছে, অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে বলে জানিয়েছে পুলিশ। এই গণধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ডিজিপি এমভি রাও-কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই ধরনের যে ঘটনার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার সম্পন্ন করে দ্রুত অপরাধীদের শাস্তি দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।
আগামী ৩ নভেম্বর দুমকা ও বার্মো আসনে উপনির্বাচন। ভোটের আগে এই ঘটনাকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিরোধী শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584