মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছর ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার মঞ্চে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে পরিচালক সত্যজিৎ রায়-কে।
গোয়ায় আয়োজিত ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে হলিউড পরিচালক-প্রযোজক মার্টিন স্করসেসি এবং হাঙ্গেরির পরিচালক ইস্তভান জাবো-এর হাতে।
‘মেফিস্টো’ ও ‘ফাদার’-এর মতো ছবি বানিয়েছেন হাঙ্গেরিয়ান পরিচালক জাবো। অন্যদিকে, ‘দি আইরিশম্যান’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’-এর মতো ছবি বানিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন মার্টিন স্করসেসি।
সোমবার দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, আগামী ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছর প্রথমবারের জন্য এই উৎসবে অংশ নিতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। যতদিন যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বেড়ে চলেছে। বিশেষ করে করোনার কারণে যখন দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছিল। সেইসময় বন্ধ ছিল সিনেমা হল, শপিং মল থেকে শুরু করে সবকিছু। তখনই ওটিটি-র চাহিদা হু হু করে বাড়তে থাকে। অধিকাংশ সিনেমা, ওয়েব সিরিজ ওটিটিতেই দেখে নিচ্ছেন দর্শকরা।
আরও পড়ুনঃ কৃতির সঙ্গে বল ডান্স করে কলেজ জীবনে ফিরে গেলেন অমিতাভ বচ্চন
এবার নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জি ফাইভ, ভুট, সোনি লিভের মতো ওয়েব প্ল্যাটফর্মগুলি ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার নানা ইভেন্টে অংশ নেবে বলে জানা গিয়েছে। এর মধ্যে মাস্টারক্লাসেস, কনটেন্ট লঞ্চ, প্রিভিউ, ফিল্ম স্ক্রিনিং, প্যাকেজ স্ক্রিনিং ও অন্যান্য ভার্চুয়াল ইভেন্টও থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584