নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ত্রিধারা ক্লাবের ইন্ডোরে আজ ৭ই ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল একটি যোগা প্রতিযোগিতা। প্রসঙ্গত, এই বছরই প্রথম এই যোগা প্রতিযোগিতার আয়োজন করেছে নবগঠিত দক্ষিণ দিনাজপুর যোগা অ্যাসোসিয়েশন। জানা গেছে এই যোগা প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগের অনূর্ধ্ব ১২ বছর এবং অনূর্ধ্ব ১৬ র, মোট চারটি গ্রুপে ৭৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছে।
আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত কুমার জানা, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ কলকাতার আদলে আলিপুরদুয়ারে প্রস্তাবিত ক্লক টাওয়ারের শিলান্যাস
এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি সুদীপ্ত কুমার জানা বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলায় যোগা খেলার প্রচলন দেখে আমি মুগ্ধ। আগামী দিনে এই জেলার যোগা অ্যাসোসিয়েশনের মাধ্যমেই জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যোগাকে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা বেঙ্গল যোগাসনের পক্ষ থেকে করব।” দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ জানান, “নবগঠিত এই সংগঠনের পাশে আমরা দক্ষিণেশ্বর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বদা থাকার চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে এই সংস্থার পাশে থাকবো এই অঙ্গীকার করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584