নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
শনিবার মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রামে নিহত শহীদদের স্মরণে শহীদ দিবস পালন করা হয়।
শহীদ বেদিতে ফুলের মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল সাহা ও তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর শহর কমিটির সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন ২০০৭ সালের ১৪ই মার্চ নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে নির্বিচারে নিরীহ মানুষদের গুলি করে খুন করেছিল সিপিএমের হার্মাদ বাহিনী।
আমরা আজও নন্দীগ্রামের শহীদদের ভুলে যায়নি। নন্দীগ্রামে শহীদদের রক্ত ব্যর্থ হয়নি। তাই তিনি নন্দীগ্রামে গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন । সেই সঙ্গে তাদের পরিবারবর্গকে সমবেদনা জানান।
মেদিনীপুর শহরের পাশাপাশি শনিবার কেশপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে নন্দীগ্রাম দিবস পালন করা হয় কেশপুর ব্লকে দলীয় কার্যালয়।
আরও পড়ুনঃ আইনি সচেতনতা শিবির বহরমপুরে
ফুলের মালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কেশপুরের বিধায়ক শিউলি সাহা, তৃণমূল কংগ্রেসের নেতা মহম্মদ রফিক, তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার শহীদ দিবস পালন করা হয়।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি আরও বলেন নন্দীগ্রামের শহীদদের আমরা কোনদিন ভুলবোনা তারা আমাদের কাছে অমর হয়ে থাকবে তাই প্রতিবছর ১৪ ই জানুয়ারি নন্দীগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584