নাটাবাড়িতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত এক শিশু সহ ১৬

0
188

মনিরুল হক, কোচবিহারঃ

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। মঙ্গলবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের নাটাবাড়ি। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পালটা একাধিক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দীর্ঘক্ষণ পর পুলিশ লাঠিচার্জ করে আয়ত্তে আনে পরিস্থিতি।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাংসদ সভাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ভেলাপেটা গ্রাম। তারপরে বিজেপির অঞ্চল সভাপতি নিমাইচন্দ্র দাসের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

কোলাজ চিত্র

অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য অঞ্জনা দাস ও সুধীর দাসের বাড়িতে আক্রমণ ও তৃণমূল কর্মীদের বাড়িতেও ভাঙচুর সহ লুঠের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও র‍্যাফ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনায় আহত এক শিশু সহ ১৬জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি তাজা বোমাও। তুফানগঞ্জ থানা সূত্রে জানা যায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর থেকেই শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। দফায় দফায় অশান্তিতে জড়িয়েছে দু’পক্ষ। কয়েকদিন আগেও পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের তুফানগঞ্জ। বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই থমথমে ছিল কোচবিহার। সেই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here