উপনির্বাচন জয়ে বিধাননগরে বিজয় মিছিল তৃণমূলের

0
53

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

তিনটি উপনির্বাচনে জয়ের পর রবিবার শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বিজয় মিছিল করল ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস। এদিন বিজয় মিছিলটি শুরু হয় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে। এরপর মিছিলটি জগন্নাথপুড় বিধাননগর বাজার পরিক্রমা করে শেষ হয় দলীয় কার্যালয়ে।

নিজস্ব চিত্র

এদিন এই মিছিটিতে উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া খড়িবাড়ি ব্লকের পর্যবেক্ষক তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ,তৃনমূল কংগ্রেসের কৃষান খেত মজুদুরের সভাপতি ছোটন কিসকু,ফাঁসিদেওয়া ব্লক ২ এর মাইর্নোরেটি শেলের সভাপতি মহম্মদ কাদের,বিধাননগর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিজুস সিং,বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা।

নিজস্ব চিত্র

এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসর ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক কাজল ঘোষ বলেন যে বাংলার যে তিনটি উপনির্বাচন হয়েছে সেইটা খুব কঠিন লড়াই ছিল। কিন্তু বাংলার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। এবং বিপুল ভোটে তিনটি সিটে জিতিয়েছেন। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খড়কপুড় ভেবে ছিলেন ওনার পৈতৃক সম্পত্তি। সেখানে আমাদের প্রর্থী বিপুল পরিমাণ ভোটে জিতেছেন।

আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে বিজয় সমাবেশে প্রতিশ্রুতি রক্ষার কথা দিলেন শুভেন্দু

খড়কপুড়,করিমপুরে বিপুল পরিমাণ ভোট পেয়ে জিতেছি। কিন্তু কালিয়াগঞ্জে দল গঠন হবার পর আমরা পাইনি তবে সেই সিটও আমরা জিতেছি। তাই মানুষকে ধন্যবাদ দিয়ে। এবং এনআরসি’র বিরুদ্ধে এই মিছিল। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এদিন প্রায় ২০০ জন কংগ্রেস বিজেপি ও সিপিএমের থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here