নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে এনআরসি, সিএএ ও এনপিআর-এর প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন মিছিলটি শুরু হয় চটহাট বাজার থেকে। এরপর মিছিলটি চটহাট বাজার পরিক্রমা করে শেষ হয় চটহাট বাসস্ট্যান্ডে। এদিন এই মিছিলে পা মেলান রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এর পাশাপাশি উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ সরকার, শিলিগুড়ি মহকুমার সদস্য আইনুল হক, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির, ফাঁসিদেওয়া ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আকতার আলি।
এরপর মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন যে আজকে আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী পাহাড়ে এনআরসি, সিএএ ও এনপিআর-এর প্রতিবাদে মিছিল করলেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গাতেও মিছিল করার। তাই সেই নির্দেশ মতো এদিন মিছিল করলাম।
এর পাশাপাশি তিনি আরও বলেন সারা দেশ জুড়ে এই কালা আইন প্রত্যাহারের দাবি উঠেছে এবং বাংলায় মমতা ব্যানার্জি প্রত্যেকদিন রাস্তায় নেমে তিনি আন্দোলন করছেন। আমরাও তার নির্দেশে দেখানো পথেই রাস্তায় নেমেছি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে দিলীপ ঘোষের লিডারসিপের মাপটা অনেক ছোট। তাদের যিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে নীতিটা নিয়েছে বিজেপির রাজ্যশাষিত রাজ্যেও তারা এই আইন মানতে রাজি না। এমনকি বিহার বলেছে এই আইন হবে না এবং চন্দ্র বোস বিজেপির এমপি পার্থী ছিলেন। তিনি বলেন যে জোর করে এই আইন চালু করা যায় না। বিজেপির মধ্যেই এই নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। কিন্তু আমরা মানুষের সার্থে রাস্তায় নেমে আন্দোলন করবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584