তৃণমূলের গোষ্ঠীর কোন্দলে উত্তেজনা চান্দামারিতে, আহত ২

0
50

মনিরুল হক, কোচবিহারঃ

Trinamool group quarrels in Chandamari
চিকিৎসাধীন আহত।নিজস্ব চিত্র

তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তেজনা ছড়াল কোচবিহারের চান্দানারিতে। শুক্রবার রাতে স্থানীয় তৃণমূল কর্মী ভৈরবকুমার সরকার ও তাঁর স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ভৈরববাবু ও তাঁর স্ত্রীকে আজ কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ তীর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। ভৈরববাবু কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর অনুগামী বলে পরিচিত।
ভৈরববাবুর অভিযোগ, চান্দামারি গ্রাম পঞ্চায়েত সদস্য মাম্পি রায়ের স্বামী কার্তিক রায় ও তার লোকজন তাঁদের মারধর করে। ঘটনার পর ভৈরববাবু মাম্পি রায়, কার্তিক রায় ও কার্তিকের ভাই গণেশ রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের কথা অস্বীকার করেছে জেলা সভাপতির ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
এবিষয় নিয়ে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওটা জমি নিয়ে পারিবারিক ব্যাপার ছিল। সেটাকে কেউ রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করচ্ছে। চান্দামারিতে আমাদের কোন গোষ্ঠী কোন্দল নেই। আমরা সকলে একসাথে কোচবিহার জেলাতে কাজ করছি।

Trinamool group quarrels in Chandamari
নিজস্ব চিত্র

আরও পড়ুন: স্বাস্থ্য মেলায় বিনামূল্যে ডাক্তার দেখাতে লম্বা লাইন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here