সুদীপ পাল বর্ধমানঃ
এনআরসির নিয়ে মিছিল হয়েছিল। তাতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পোলেমপুরে। এখানে বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ ছিল, এনআরসি বিরোধী মিছিল বের করেছিল তৃণমূল। তৃণমূল কর্মী সমর্থকরা আচমকা ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে অগ্নিসংযোগ করে। আজ বিজেপির বর্ধমান জেলার শীর্ষ নেতৃত্বে এই পার্টি অফিস পরিদর্শনে যান। বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সভাপতি সন্দীপ নন্দী ও কৃষ্ণ ঘোষ সহ অন্যান্য নেতারা এই পার্টি অফিসে আসেন। বিজেপি কর্মীদের অভিযোগ অবশ্য মানেনি তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দাবি, এই ধরনের কোন হামলা হয়নি। বিজেপি নিজেরাই নিজেদের কার্যালয় পুড়িয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত বলেন, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য, এনআরসি বিরোধী মিছিল করে ফেরার সময় তৃণমূল হামলা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584