মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় এলাকায়।
অভিযোগ, সোমবার দুপুরে তৃণমূলের কিছু কর্মী সমর্থক হঠাৎ করে বাঁশ, লাঠি নিয়ে ওই এলাকার ভারতীয় জনতা পার্টির একটি শাখার কার্যালয়ে হামলা চালায়। বিজেপির এই দলীয় কার্যালয়ে হামলা চালাবার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় পাটাকুঁড়ার ফাঁসিরঘাট এলাকায়। পরে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতয়ালী থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশি টহল চলে এলাকায়। যদিও বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব।
দলের যুব সংগঠন, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণ বলেন, এ ধরনের কোনও হামলার সাথে তৃণমূল কর্মীরা জড়িত নয়। বিজেপি তার পায়ের তলার মাটি হারিয়ে এখন মানুষের মনকে অন্য দিকে ঘুরিয়ে দিতেই এ ধরনের অভিযোগের আশ্রয় নিয়েছে। ঝাড়খণ্ডে পরাজয়ের পর মানুষের সহানুভূতি পেতে তারা নিজেরাই নিজেদের কার্যালয়ে হামলা চালিয়ে তৃণমূলের উপর দোষ দিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584