ওয়েবডেস্কঃ
‘তৃণমূল কংগ্রেস’এর প্রবক্তা একসময় কংগ্রেস থেকে বেরিয়ে আসা বর্তমান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা তৃণমূল কংগ্রেস পার্টির জন্মদাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে দুই দশক আগে অভ্যন্তরীণ গোলযোগের কারনে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজেই আলাদা দল তৈরি করেছিলেন। দলের নাম দিয়েছিলেন “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস” । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রথম সরকারিভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে । এরপর ২০১১ সালে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পশ্চিমবঙ্গের সরকার গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল ।
কিন্তু এবার প্রায় দুই দশক পরে তৃণমূল কংগ্রেস নাম বদলে পোস্টার ও ব্যানার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার একাউন্ট তথা দলের সর্বত্র প্রচারালয়ে শুধুমাত্র “তৃণমূল” শব্দটি ব্যবহার করতে চলেছে এই দলটি ।
সূত্রের খবর,এখনো নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস নামের পরিবর্তে শুধুমাত্র তৃণমূল ব্যবহার করার ব্যাপারে সরকারি ভাবে দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি । তবে ইতিমধ্যে তাদের প্রচার ক্ষেত্রের সর্বত্র জায়গায় তৃণমূল দল শুধুমাত্র তৃণমূল নামটি ব্যবহার করছে।
নামের সাথে সাথে পরিবর্তন আনা হয়েছে দলের লোগোতেও । এতদিন পর্যন্ত তৃণমূলে যে সবুজ রঙ ছিল সেখানে নতুন সংযোজন নীল রং ।
আরও পড়ুনঃইয়েদুরাপ্পা কান্ডঃ রাহুলের ‘সব চৌকিদার চোর হ্যায়’-এর বিরুদ্ধে অমিত শাহের পাল্টা
তবে হঠাৎ করে দলের নাম ও লোগো পরিবর্তন করার ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে সেভাবে স্পষ্ট কিছু জানানো হয়নি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584