নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সংক্রমণের হার এখনও সেভাবে কমেনি তাই আবারও রাজ্যে বাড়ল নাইট কার্ফুর মেয়াদ। ত্রিপুরার ১২টি পৌরসংস্থা–সহ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় জারি থাকছে এই রাত্রিকালীন নিষেধাজ্ঞা। এবার ২৫ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত সারা দেশ। প্রভাব পড়েছে ত্রিপুরাতেও। সংক্রমণ রুখতে এর আগে নাইট কার্ফু জারি ছিল ১৯ জুন পর্যন্ত। যার সময়সীমা শেষ হওয়ার কথা আগামীকালই। কিন্তু সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় তা ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হল। রাজ্য সরকারের মতে, লকডাউনের পাশাপাশি জরুরি নাইট কার্ফুও, তাহলেই আগামী দিনে হ্রাস পাবে অতিমারির প্রকোপ।
আরও পড়ুনঃ ১৩ বছরের ইতিহাসে নয়া রেকর্ড, সুইস ব্যাঙ্কে রেকর্ড পরিমাণে অর্থ বাড়ল ভারতীয়দের
রাজ্য সরকার দ্বারা জারি নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমারঘাট, কৈলাসার, খোয়াই, বেলোনিয়া, রানিবাজার, পানিসাগর নগর সহ আরও কিছু এলাকায় বাড়ানো হল নাইট কার্ফুর মেয়াদ। জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হলেও কড়াকড়ি থাকছে লকডাউনে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা থাকতে পারে সরকারি-বেসরকারি অফিস। এর পাশাপাশি বন্ধ থাকছে শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, পার্কগুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584