নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বাতাসে কাশফুলের গন্ধ জানিয়ে দিচ্ছে আসছে বাঙালির মিলন উৎসব দুর্গাপুজো। পাশাপাশি তৃতীয় ঢেউয়ের আগাম আভাস দিচ্ছে করোনা। করোনার চোখরাঙানি কে চোখে চোখ রেখে বাঙালি প্রস্তুত হচ্ছে মিলন উৎসবের জন্য। এর মাঝে পুজোর চাঁদা আদায়ের এক অভিনব পদ্ধতি নিয়ে পুজোর গাইড লাইন প্রকাশ করলো ত্রিপুরা সরকার।
এই গাইডলাইনে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার পরিবর্তে অনলাইন চাঁদা তোলার পরামর্শ দেওয়া হয়েছে। গাইড লাইনে বলা হয়েছে পুজোর আগেই পুরোহিত, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবকদের করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। একসাথে ৫ থেকে ১০ জনের বেশি দর্শনার্থী মন্ডবে প্রবেশ না করার কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ উপকূলবর্তী এলাকাগুলিতে জারি সতর্কবার্তা, পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে সৈকত
দর্শনার্থীদের মাস্ক ব্যাবহারে পাশাপাশি কমপক্ষে ১ মিটার দূরত্ববিধির কথা বলা হয়েছে। দশমীতে সিঁদুর খেলার জন্য সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে সর্বাধিক ৫ জন। নিষেধাক্ষা রয়েছে মন্ডবে প্রতিমা আনার শোভাযাত্রাতে। ভাসানে সর্বাধিক ৩০ জনের বেশি লোক যাওয়া যাবে না বলে জানানো হয়েছে গাইড লাইনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584