শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
আবার একইভাবে ভাবে করোনা বিধির কারণ দেখিয়ে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি দিলোনা ত্রিপুরার বিপ্লব দেব সরকার। ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। শেষ পাওয়া খবর অনুযায়ী সোমবারই শীর্ষ আদালতে যেতে চলেছে তৃণমূল। কয়েক মাস আগেও অভিষেকের সভার অনুমতি দেয়নি বিপ্লব দেবের সরকার, সে বার ত্রিপুরা হাইকোর্টের অনুমতি নিয়ে ত্রিপুরায় জনসভা করেন অভিষেক।
আরও পড়ুনঃ পুলিশ-তৃণমূল দ্বৈরথে উত্তপ্ত ত্রিপুরা, সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ
সোমবার পুরভোটের প্রচারে আগরতলায় মিছিল করার কথা ছিল অভিষেকের। রবিবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেপ্তার করে আগরতলা পুলিশ। তার ফলে ত্রিপুরার রাজনৈতিক উত্তেজনার পারদ চড়েছে বহুগুণ, সেকারণেই রবিবার রাতেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হন অভিষেক। কিন্তু বিমান অবতরণ সংক্রান্ত আইনি জটিলতায় রাতে আর আগরতলা যাওয়া হয়নি অভিষেকের।
আরও পড়ুনঃ ২৪-এ বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোটেও আপত্তি নেই লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের
এরপর ঠিক হয় সোমবার সকালের বিমানে অভিষেক ত্রিপুরা যাবেন, কিন্তু রবিবার রাতেই ত্রিপুরার তৃণমূল নেতৃত্বকে পুলিশ জানিয়ে দিয়েছে যে কোভিডবিধির কারণেই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না। এরপরেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্টে আবেদন করে নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবেন তাঁরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584