নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধরা জাতীয় সড়ক অবরোধ করে।ঘটনাটি ঘটে আজ এগারোটা নাগাদ কালচিনি থানার অন্তর্গত নিমতি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে।
শামুকতলা পানবাড়ি এলাকার বাসিন্দা প্রশেনজিৎ রাভা (৪৪) আজ বাইকে করে মেন্দাবাড়ি থেকে আলিপুরদুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল,নিমতি পেট্রোল পাম্পের সামনে একটি গৌহাটিগামী ট্রাক বাইককে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত হয় প্রশেনজিৎ রাভার।এই ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় রাভা ডেভলোপমেণ্ট কাউন্সিলের পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এবং তারা বিক্ষোভে শামিল হয় প্রায় দেড় ঘণ্টা ৩১ নং জাতীয় সড়ক অবরোধ থাকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস ও এস ডিপিও আজারুদ্দিন খান পৌঁছায়।
আরও পড়ুন: মর্মান্তিক পথদুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
অবরোধকারীদের সাথে আলোচনা করে এবং আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজনাথ রাভা জানান, মৃতের পরিবারের লোকদের পাশে আছি সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে হবে।প্রশাসন আশ্বাস দিয়েছে,সেই আশ্বাস পেয়ে অবরোধ উঠিয়ে দিয়েছি ।
কালচিনি থানার পুলিশ ঘাতক ট্রাক সহ চালক কে আটক করেছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584