সুদীপ পাল,বর্ধমানঃ
কালীপুজোর চাঁদা আদায় হচ্ছিল জোর করে।দাবি মতো কালীপুজোর চাঁদা দিতে অসমর্থ হওয়া লরি চালককে মেরে মাথা ফাটিয়ে দেবার মত ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার এলাকায়।জানা যায়, মানকর গুসকরা রাস্তায় লরি চালিয়ে সোমবার দুপুরে গুসকরার দিকে যাচ্ছিলেন শেখ সরিফ নামে এক লরি চালক। তার পথ আটকে কালীপুজোর চাঁদার দাবি করে আউসগ্রাম ২ এর আনন্দবাজার বাউড়িপাড়ার কাছে কয়েকজন।
চাঁদা দিতে অসম্মত হলে ঐ যুবকরা তাকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে।ইঁটের আঘাতে মাথা ফেটে যায় সরিফের।সম্পূর্ণ ঘটনার বিবৃতি দিয়ে সরিফ আউশগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।এরপরেই পুলিশ অভিযানে নামে।সোমবার রাতে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা পুলিশে মানিক বাউড়ি, সঞ্জয় বাউড়ি ও পরিতোষ বাউড়ি নামে তিন অভিযুক্তদের গ্রেফতার করে।ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের জামিন নামাঞ্জুর করে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।স্থানীয় মানুষের অভিযোগ জোর জুলুম করে চাঁদা নেওয়া যেন একটা নিয়মে দাঁড়িয়ে যাচ্ছে।পুলিশ প্রশাসনের বিষয়টি দেখা দরকার যেমন এই ক্ষেত্রে দেখলেন।তাহলে রাস্তায় সাধারণ যাত্রীদের হয়রানি কমবে।
আরও পড়ুনঃ দীপক ঘোষ খুন মামলায় গ্রেফতার চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584