ভাস্কর ঘোষ, ফরাক্কা, ৩০ নভেম্বরঃ-
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে ।আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা এন টি পি সি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামিরুল শেখ (২০)। ফরাক্কা থানার কেন্দুয়া গ্রামে তার বাড়ি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। যদিও সেটির চালক পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জামিরুল ফরাক্কা থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় এন টি পি সি মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584