নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা সতর্কতায় নয়া নজির আলিপুরদুয়ারে। রাজ্যে এই প্রথম কোন জেলার গ্রামীণ হাসপাতালে বসানো হল করোনা লালারস পরীক্ষার ট্রুন্যাট মেশিন।

বৃহস্পতিবার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে বসানো হয় ওই অত্যাধুনিক মেশিন।ফলে জেলায় করোনা পরীক্ষায় অনেক বেশি গতি আসবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দফতর। মূলত আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা ও সহকারী সভাধিপতির ব্যক্তিগত উদ্যোগে জেলায় আনা হয়েছে তিনটি ট্রুন্যাট মেশিন।


যার একটি ইতিমধ্যে কাজ শুরু করেছে আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে, লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের পর তৃতীয় মেশিনটি বসবে জেলার বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে।

আরও পড়ুনঃ কাজের দাবিতে দুই করোনা জয়ী সটান হাজির বিডিও-র চেম্বারে
এদিন লতাবাড়ি হাসপাতালে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহন শর্মা, মনোরঞ্জন দে সহ জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584