নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নবনির্বাচিত প্রেসিডেন্ট বিডেন-কে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করতে আধিকারিকদের নির্দেশ দিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন, বিডেন নয়- এই দাবি তুলে সোচ্চার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ তুলেছিলেন কারচুপি হয়েছে ভোটে। কোনো অবস্থাতেই নিজের হার স্বীকার করতে চাইছিলেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
অবশেষে, জো বিডেনের কাছে হার স্বীকার করেই নিলেন ট্রাম্প। সোমবার আধিকারিকদের নির্দেশ দিলেন জো বিডেন-কে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার। টুইটারে দলের উদ্দেশ্যে ট্রাম্প লিখেছেন, লড়াই চলুক, জয় আসবেই। দেশের স্বার্থে, তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রটোকল অনুযায়ী সব প্রক্রিয়া শুরু করার।
আরও পড়ুনঃ ওবামাকে মার্কিন প্রেসিডেন্ট পদে চাননি মিশেল
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন-কে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেটর এমিলি মার্ফি জানান যে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা হস্তান্তর করতে রাজি। এমিলির এই চিঠির পরই টুইট করেন ট্রাম্প। এমিলি মার্ফি লিখেছেন, তিনি স্বাধীন ভাবেই আইন মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন, কারও চাপের মুখে পড়ে নয়।
আরও পড়ুনঃ প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
এই বারের নির্বাচন স্বাভাবিক ভাবেই ছিল অন্যরকম। করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হোয়াইট হাউস দখল করে নেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৩০৬টি দখল করেন বিডেন। জয়ের জন্য দরকার ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছিলেন ২৩২টি ইলেক্টোরাল ভোট।
নির্বাচনে হেরে যাচ্ছেন বুঝতে পেরে কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হন ট্রাম্প। একাধিক ইলেক্টরালের ফলকে চ্যালেঞ্জ জানান তিনি এবং পুনর্গণনার দাবিও তোলেন। কিন্তু শেষমেশ পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584