থোড়াই কেয়ার স্বাস্থ্যবিধি, ট্রাম্পের নির্বাচনী জনসভা ‘সুপার স্প্রেডার’

0
82

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সব স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাম্পের নির্বাচনী প্রচার যেন ‘সুপার স্প্রেডার’। মাস্কের ব্যবহার ও সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে চলছে জনসভা। হাতে আর মাত্র তিন দিন, তারপরেই স্পষ্ট হয়ে যাবে হোয়াইট হাউস কার দখলে।

Trump wife | newsfront.co

বিডেন হবেন নতুন প্রেসিডেন্ট নাকি ট্রাম্পই ফিরতে চলেছেন আবার, ৩ নভেম্বরই জানা যাবে। তাই শেষমুহূর্তের প্রচারে কোনও পক্ষই পিছিয়ে নেই। তবে সবার নজর কেড়েছে ফ্লোরিডা রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারসভা; বিতর্কও তৈরি হয়েছে।

সামাজিক দূরত্ববিধিকে শিকেয় তুলে প্রচার সভার জনস্রোত নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। এর মধ্যেই গোটা ইউরোপ এবং আমেরিকাতেও করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। দৈনিক সংক্রমণের পরিসংখ্যান বাড়ছে হুহু করে। তার মধ্যেই নির্বাচন হচ্ছে আর নির্বাচনী সভায় ভিড় দেখে কোরোনা সুনামির আশঙ্কায় রয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়া বিক্রি দ্রুততর করতে ফের শর্তে বদল আনল মোদী সরকার

প্রতিটি সভায় করোনা মোকাবিলা নিয়ে অসামান্য সাফল্যের দাবি করছেন ট্রাম্প। সর্বদা বলছেন, সংক্রমিত হলে চিন্তা নেই, প্রত্যেকে সুস্থ হয়ে যাবেন। ঠিক যেমন তিনি সেরে উঠেছেন। যদিও করোনায় মৃত্যুর শীর্ষে এখনো রয়েছে আমেরিকা।

বড় জমায়েত সর্বত্র অনুমোদিত নয়, তবুও ট্রাম্প নির্বাচন উপলক্ষে বড় জনসভা করেই যাচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়ম ভেঙেই চলেছেন মার্কিন রাষ্ট্রপতি। মুখে মাস্ক, শারীরিক দূরত্ববিধির বালাই নেই কোথাও সে কথা বলা-ই বাহুল্য।

আরও পড়ুনঃ চুক্তিভঙ্গের অভিযোগে ইসরোকে জরিমানার নির্দেশ মার্কিন আদালতের

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বিডেন এই সভাগুলিকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করেছেন। তিনি নিজে জনসভা করেছেন অনেক কম বরং ভার্চুয়াল সভা এবং ড্রাইভ-ইন কর্মসূচির উপর জোর দিয়েছেন। যেখানে রাস্তায় গাড়ি চালিয়ে হর্ন বাজিয়ে জনতা নিজেদের সমর্থন জাহির করছেন।

রাজ্যভিত্তিক নির্বাচনগুলিতে দেখা গিয়েছে, বিডেন ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে আছেন। রিপাবলিকানদের সমর্থনকারী রাজ্যগুলিতেও ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিডেনের। কোথাও কোথাও আবার খুব কম মার্জিনে এগিয়েও রয়েছেন বিডেন।

তবে এমন চিত্র দেখা গিয়েছিল ২০১৬ সালের নির্বাচনে। যখন হিলারি ক্লিন্টন রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন ট্রাম্পের তুলনায়। কিন্তু ফলাফলে উল্টে গিয়েছিল সিবকিছু, ট্রাম্পই বাজিমাত করেন। এবার তাই হবে কিনা তা নিয়ে জোর জল্পনা সর্বত্র। সবকিছুর জন্য অপেক্ষা ৩ নভেম্বর পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here