জমি বিবাদে মহিলা তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা

0
117

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

try to murder member of tmc | newsfront.co
চিকিৎসাধীন আহত প্রীতি কারার।নিজস্ব চিত্র

জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মহিলাকে খুন করার চেষ্টা।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর পৌরসভার অন্তর্গত আরামবাটিতে।

খড়্গপুর ভবানীপুরের বাসিন্দা প্রীতি কারার,বলেন তালবাগিচাতে অসুস্থ শাশুড়িকে দেখে বাড়ি ফেরার পথে আরামবাটিতে আমাকে আমার পাশের বাড়ির কৌস্তুব ব্যানার্জী হঠাৎ করে গাড়ির সামনে এসে গাড়ি আটকে আমার গলায় ছুরি বসিয়ে বলে আমার কথা না শুনলে তোকে এখানে মার্ডার করে দেবো,এবং আমাকে টেনে পাশে জঙ্গলের দিকে নিয়ে যায়।

try to murder member of tmc | newsfront.co
প্রীতি কারার।নিজস্ব চিত্র

আমাকে ধর্ষণ করার চেষ্টা করে।আমার জামা কাপড় ছিঁড়ে দেয়।আমি ঝটকা মেরে হাত ছাড়িয়ে পালানোর সময় আমার পিঠে ও পায়ে ছুরি মারে।

try to murder member of tmc | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মহিলাকে নির্যাতন করে খুনের অভিযোগ

ব্যানার্জি বাড়ির সাথে আমাদের জমি নিয়ে একটা ঝামেলা আছে। এই কিছুদিন ধরে আমার ফোনে নোংরা নোংরা মেসেজ পাঠাত। আমি ওকে বলেছিলাম এই মেসেজগুলো আমাকে করিস না। আমি আমাদের বাড়িতে জানাবো।

তখন আমায় বলে বাড়িতে জানালে মুখে অ্যাসিড ছুঁড়ে মারব।সে ভয়ে আমি বাড়ি থেকে এক সপ্তাহ হল বেরোনো বন্ধ করে দিয়েছি। আমি একজন তৃণমূল কর্মী আমাকে যে খুন করার চেষ্টা করে তিনি বিজেপি করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here