নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার পানিছড়া গ্রামে গতকাল রাত্রে দশ বারো জনের একটি ডাকাত দল সুজয়ের রায়ের বাড়িতে হানা দেয় বলে স্থানীয় সূত্রের খবর।ঘটনার প্রকাশ এই যে,গতকাল বাড়ির ছোট্ট মেয়ে যখন টিউশন পড়ে বাড়ি ফিরছিল তাকে পিছু নিয়ে বাড়ির সামনে প্রবেশ করে ডাকাত দল তারপর ওই বাচ্চা মেয়েটিকে বলে বাড়ির কপাট খুলতে,যখন সুজয়বাবুর পরিবারের লোক কপাট খুলে তখনই হুড়মুড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এই ডাকাত দলটি।এলাকায় সুজয়বাবুর পরিচিতি একজন প্রভাবশালী ব্যবসায়ী মানুষ হিসেবে।তাই বাড়িতেই থাকত লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ছিল।পরিবারের লোকজন যখন বুঝে ওঠেন যে তাদের বাড়িতে ডাকাত দল ঢুকেছে তখন পরিবারের সমস্ত লোকেরা ওই লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে ডাকাত দলের উপর।সেই অবস্থায় ডাকতরা পিছু হটতে বাধ্য হয় বলে পরিবার সূত্রে জানা যায়।চন্দ্রকোনা টাউন থানায় সমগ্র ঘটনার কথা জানানো হয়।সেই মতো চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ক্যাম্প বসিয়ে দেয় সুজয়বাবুর বাড়িতে।সমগ্র এলাকায় তল্লাশি চালায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।এই ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
আরও পড়ুন: কঠোর নজরদারিতে শুরু গঙ্গাসাগর মেলার সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584