মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অবৈধ বালি খাদান রুখতে প্রশাসনিক পদক্ষেপ

0
65

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলার অবৈধ বালি খাদান গুলি বন্ধ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। জেলার নদী গুলির সমস্ত বালি খাদান চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। খাদান গুলি থেকে বালি তুলে নিয়ে যাওয়া প্রতিটি গাড়ির তথ্য হাতের নাগালে পেতে চালু হচ্ছে বিশেষ নজরদারি।

ঝাড়্গ্রাম জেলাতে মূলত তিনটি বড় নদী কংসাবতী,সুবর্ণরেখা ও ডুলুং থেকে বালি তোলা হয়।এই তিনটি নদীতে মোট ১১২টি বৈধ বালি খাদান রয়েছে।১৪৫ টি নতুন খাদান চিহ্নিত করে টেন্ডার প্রসেসে রয়েছে।যেগুলি চলতি মাসের মধ্যেই বিক্রি হবে।এর বাইরে নদীগুলি থেকে অব্যবহৃত এবং পড়ে থাকা আরো খাদান রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দুদিন ধরে জেলার সর্বত্র এই কাজ শুরু করে দিয়েছে জেলা শাসক।বিশেষ একটি টিম সর্বাধিক যতগুলি জায়গা থেকে বালি তোলা যেতে পারে,বা খাদান তৈরি করা যেতে পারে সেগুলি চিহ্নিতকরণ করে দশ দিনের মধ্যে নথি জমা দেবে দফতরে।ফলে অবৈধ খাদান তৈরি করার আর কোন সুযোগ থাকবে না। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসক থেকে প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবৈধ খাদানের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন।তারপর থেকে অবৈধ বালি খাদান বন্ধ করতে অভিযান জোরদার করা হয়েছে।বহু অবৈধ বালি লরি আটক করেছে ভূমি রাজস্ব দফতর।

আরও পড়ুন: বনে লাগল আগুন,ধ্বংস হল শালবন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here