নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কল আছে কিন্তু কলে জল আসে না সাত বছর থেকে। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা।
বাসিন্দাদের অভিযোগ, গত সাত বছর আগে মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বড় চৌকির বস দক্ষিনাংশ এলাকায় প্রায় কোটি টাকা খরচ করে জলের ট্যাঙ্ক বসানো হয়েছিলো।
জল সরবরাহের জন্য পাইপ সহ কল ও বসানো হয়েছিল, আজ পর্যন্ত সেই পাইপ দিয়ে জল সরবরাহ হয়নি। ফলে সরকারি টাকা খরচ হলেও সেই টাকা কোন কাজে আসছে না জনগনের।
আরও পড়ুনঃ জলঙ্গীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন
স্থানীয় উত্তর চৌকির বস উত্তর মহাকালগুড়ির দুটি বুথ দক্ষিণ মহাকালগুড়ির বাকলা স্কুল ডাঙ্গা সহ ছিপড়া এলাকাতে জল আসে না।
অন্যদিকে একমাত্র বড় চৌকির বস দক্ষিনাংশ এলাকার এক কিলোমিটার এর মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে। এলাকার বাসিন্দা সুনীল ওরাঁও বলেন, “ভেবেছিলাম বিশুদ্ধ পানীয় জল পান করতে পারবো তা আর আমাদের ভাগ্যে হল না ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584