ভরা বাজারে চৌবাচ্চার জলে বিষধর সাপ উদ্ধার

0
827

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

Tubewell snake recovered
উদ্ধার হওয়া সাপ।নিজস্ব চিত্র

সাতসকালেই ঘাটালের বরদা চৌকন লাগোয়া নির্মল বাজারে উপচে পড়া ভিড়! সবাই উঁকুঝুঁকি দিচ্ছে কিন্তু সাবধানে।মাঝে মধ্যেই আবার ছিটকে সরে আসছে।
সামনে গিয়ে দেখা মিলল এক বিষধর সাপের।স্থানীয়দের থেকে জানা গেল সাপটি গোখরা।

রাতে কোনো ভাবে রাস্তার পাশের এক চৌবাচ্চার জলে এসে পড়েছে।কিন্তু কিছুতেই আর উঠতে পারছে না। তা দেখতেই বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়।তবে আমাদের সংবাদ মাধ্যমে বারে বারে প্রচারের ফল মিলেছে। সাপটিকে কেউ মারতে উদ্যত হয়নি।বরং এলাকাবাসীরাই বনদপ্তরে জানান দিয়েছে এই সাপকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন: ইন্টিগ্রেটেড সিকিওরিটি সিস্টেম চালুর সিদ্ধান্ত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here