মজার ঢঙে সিরিয়াস বিষয়ের উপস্থাপনা ‘তুই আমার হিরো’ আসছে

0
595

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

আরও এক প্রেমের কাহিনি আসতে চলেছে জি বাংলা সিনেমা অরিজিনালসে। নিয়ে আসছেন পরিচালক সৌম্যদীপ্ত মণ্ডল। এর আগে ‘পাড়া থেকে প্রিমিয়ার’ ছবিটিও জি বাংলা সিনেমা অরিজিনালসের জন্য বানিয়েছিলেন তিনিই।

Tui amar hero | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘তুই আমার হিরো’ ছবির গল্পের কেন্দ্রে রয়েছে ভিকি আর পিয়া। ছোট থেকেই এক স্কুলে পড়েছে ওরা। ভিকির বাবার ভ্যানে স্কুলে যেত ওরা। ভিকির বাবা নেশাগ্রস্ত এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একজন মানুষ। তার মৃত্যুর পর লেখাপড়া ছেড়ে দেয় ছেলে বিক্রম বা ভিকি বা বিকু।

Zee Bangla Original | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সুতরাং লেখাপড়া সে জানে না। উচ্চারণও স্পষ্ট করে করতে পারে না সে। যেটা পারে সেটা হল মারামারি। বিকু বা ভিকি একসময় হয়ে ওঠে মস্তান গোছের মানুষ। স্থানীয় রাজনৈতিক নেতাদের হয়ে সে মারামারি করে। বড়লোকদের ফাইফরমাস খাটে সে।

Tui Amar Hero movie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আবার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য অনেক সামাজিক কাজও করে এই ছেলে। এহেন ভিকিকে মস্তানি গোছের কাজ থেকে অনেকবার অনেকভাবে সরে আসতে বলে পিয়া বা পিউ। কিন্তু কে শোনে কার কথা। তাই তাকে এড়িয়েও চলে পিউ।

আরও পড়ুনঃ গায়ে কাঁটা দিলো ‘ধর্মযুদ্ধ’র ট্রেলার

ওদিকে পিউয়ের বয়ফ্রেন্ড তাকে ঠকায়। এরপর গল্পের মোড় কোনদিকে ঘুরবে তা দর্শকের বুঝতে অসুবিধা না হলেও গল্পে টুইস্ট আছে অনেক। সেটাই দেখা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি জি বাংলা সিনেমা অরিজিনালসে।

Pia | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ভিকির চরিত্রে রয়েছেন জয়ী দেব রায়। এর আগে ‘হৃদয়হরণ B.A পাশ’ ধারাবাহিকে দর্শক দেখেছেন তাঁকে। কাজের ঝুলিতে রয়েছে আরও অনেক নাম। ওদিকে পিউয়ের চরিত্রে প্রিয়াঙ্কা রতি পাল। তিনিও টেলিভিশনের পরিচিত মুখ।

ছবির ভাবনা পরিচালকেরই। গল্প লিখেছেন পরিচালক সৌম্যদীপ্ত এবং সুদীপ্ত দে। আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং৷ স্ক্রিপ্ট লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য।

খুব মজার ঢঙে একটি সিরিয়াস বিষয়কে দর্শকের সামনে হাজির করতে চলেছেন পরিচালক সৌম্যদীপ্ত মণ্ডল। এবার দেখার পালা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here