জৈদুল সেখ, বহরমপুরঃ
মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম সাহাজাদপুরের দিনমজুর জাহাঙ্গীর সেখের ছেলে মাফাজদ্দিন সেখ এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৪৭ নম্বর পেয়ে সাহাজাদপুর সারবাগান হাইস্কুলের প্রথম হয়েছে।
পরিবার অর্থনৈতিক অভাবের করাল থাবায় দীর্ণ।দাদা প্রতিবন্ধী বহরমপুর কলেজে ভুগোল অনার্স নিয়ে পড়াশুনো করছে।দাদার এবং নিজের পড়াশুনোর খরচ সহ সংসারের সব অর্থনৈতিক দায়ভার স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়ে মাফাজুদ্দিন প্রতিদিন সকালে ধার করে কেনা টুকটুক নিয়ে বেরিয়ে পড়ে বহরমপুরে।সারাদিন উপার্জন করে রাত্রিতে পড়াশুনো করে সে আজ উননব্বই শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম।
অর্থনৈতিক অভাবের প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক সম্পন্ন হলেও উচ্চ শিক্ষা চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে মনে আছে সংশয়। সম্মানিক কোর্সে পড়াশুনো চালিয়ে যেতে তাই সে চাইছে কোন সহৃদয় সাহায্যের হাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584