পিয়ালী দাস,বীরভূমঃ
ভোটের ফলাফল প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের তারাপীঠের পাইক পাড়া গ্রাম।বিজেপি ও তৃণমূল সমর্থকদের স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত।
দুই দলের সমর্থকদের লড়াইয়ে আহত দুই পক্ষের প্রায় ১০ জন সমর্থক।ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যায়।বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন।তারপর গতকাল সন্ধ্যায় ওই এলাকার তৃণমূল কর্মীরা দলের নামে জয়ধ্বনি দিতে শুরু করে।সেই জয়ধ্বনির পাল্টা বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে বিবাদ চরমে ওঠে।
দুই দলের সমর্থকদের মধ্যে রেষারেষি শুরু হলেও সে সময় অশান্ত হয়ে যায় এলাকা,তবে রাত গড়ানোর সাথে সাথে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় ব্যাপক লড়াই।একে অপরের দিকে লাঠি বাঁশ নিয়ে চড়াও হয়, শুরু হয় ইটপাটকেল ছোড়া।
এই দুই দলের সমর্থকদের লড়াই আহত হয়েছেন দুই দলেরই প্রায় ১০ জন সমর্থক। ঘটনার পর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে তারাপীঠ থানার তরফ থেকে।
তৃণমূল কংগ্রেসের তারাপীঠে ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বলেন, সকালবেলায় আচমকাই বিজেপি হামলা চালায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ির উপর।ব্যাপক মারধর করে বাড়িঘর ভাঙচুর করে দেয়।
আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর,অবরুদ্ধ পুলিশ
এই ঘটনায় আহত হয় সুশীল মাল,অনিমা মাল,দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, বিভিন্ন জায়গায় তৃণমূল হেরে গেছে,নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাকে বিজেপির ঘাড়ে চাপিয়ে দাঁড়াতে চাইছে তৃণমূল,তারাপীঠে মারধরের ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584