ত্রিকোণ প্রেমের গল্প বলতে আসছে ‘টুরু লাভ’

0
285

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

হৈ চৈ-তে ১২ ফেব্রুয়ারি ভালোবাসার আবহে আসছে ওয়েব সিরিজ ‘টুরু লাভ’। পরিচালনায় অভিজিৎ চৌধুরী। কাহিনিকার অর্কদীপ পাল। ক্যামেরায় দেবাশিস ব্যানার্জি। প্রযোজনায় ‘স্টোরিবোট প্রোডাকশন এল এল পি’।

Turu Love Web Series | newsfront.co

গল্পে ত্রিকোণ প্রেমের খোঁচা আছে বোঝা যাচ্ছে ট্রেলারে। কিন্তু এই ত্রিকোণ প্রেমে জড়িয়ে আছে কারা? তারা হল বৃন্দা, অরিত্র এবং তিয়াসা। ঋষভ বসুর চরিত্রের নাম অরিত্র। রাজনন্দিনীর চরিত্রের নাম তিয়াসা। ঊষসীর চরিত্রের নাম বৃন্দা।

গল্প বলছে, অরিত্র ধনী ব্যবসায়ীর ছেলে। তার স্ট্যামারিং-এর (তোতলামি) সমস্যা আছে৷ বাবার ব্যবসায় সে কিছুই করে না। যাকে বলে বাবার টাকাতেই শুয়ে, বসে দিন কাটে তার৷ অরিত্র ভালোবাসে তিয়াসা নামের একটি মেয়েকে। সে আবার বাবার টাকায় বড়লোক হওয়া ছেলের হাত থেকে আংঠি পরতে চায় না।

নিজের পায়ে দাঁড়িয়ে সেই টাকায় যদি সে আংঠি কিনে পরাতে পারে তাহলেই সেই আংঠি পরবে তিয়াসা৷ আর তাই অরিত্র নিজের ভালোবাসাকে কাছে পেতে কলকাতা শহরে কাজ করে নিজের টাকায় আংঠি কিনে পরাতে চায় তিয়াসাকে৷ কিন্তু কোথায় পাবে সে কাজ? এই সময় তার সঙ্গে আলাপ হয় বৃন্দার। বৃন্দার মনে অরিত্রর জন্য জায়গা তৈরি হয়। তারপর? বাকিটা জানতে হলে ১২ ফেব্রুয়ারি অপেক্ষাই সম্বল।

আরও পড়ুনঃ ফের হিন্দি ছবির পরিচালনায় অপর্ণা সেন, সঙ্গী কঙ্কণা

প্রসঙ্গত, ঋষভ অভিনয় করেছেন তথাগত মুখার্জি পরিচালিত ‘ভটভটি’ ছবিতে। রাজনন্দিনীকে দেখা গিয়েছে ‘উড়নচণ্ডী’-তে। ঊষসী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। সুতরাং এরা কেউই পর্দায় নতুন নয়। বিনোদনজগতের পরিচিত মুখ সকলেই। রয়েছেন পিঙ্কি ব্যানার্জি, সুমিত সমাদ্দার সহ আরও অনেকে। ১২ ফেব্রুয়ারি স্ট্রিমিং শুরু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here