নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
বিনোদন জগতে ফের নক্ষত্রপতন। আরও এক সদস্যকে হারাল হিন্দি টেলিভিশন জগত। প্রয়াত অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। বরুণ সোবতি ও সানায়া ইরানি অভিনীত ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ’ ধারাবাহিকে অভিনেত্রীর অনবদ্য অভিনয় মন কেড়েছে দর্শকের। সঙ্গীতার মৃত্যুর খবর প্রথমে জানিয়েছে টেলিটক্কর ডট কম। প্রতিবেদনে বলা হয়েছে, “অটোইমিউন রোগ ভাস্কুলাইটিসের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন অভিনেত্রী।”
টেলি-অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ হিন্দি বিনোদন জগত। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি ছিলেন সঙ্গীতা, ২৫ অগাস্ট সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়
সঙ্গীতা শ্রীবাস্তবে মৃত্যুর বড় ধাক্কা টেলিভিশন দুনিয়ার কাছে। ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দুঁ’র পাশাপাশি ‘থপকি প্যায়ার কি’, ‘ভঁওয়ার’, ‘দিল সমম্ভল যা জারা’র মতোএকাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সঙ্গীতা। নেটফ্লিক্সের জনপ্রিয় শো সেক্রেড গেমসেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন সঙ্গীত শ্রীবাস্তব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584