লকডাউন ভাঙার অপরাধে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ

0
46

শ্যামল রায়, নবদ্বীপঃ

সোমবার লকডাউনের সরকারি নিয়ম ভাঙার অপরাধে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। তবে জানা গিয়েছে যে ধৃতদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ সালের আইনে ৫১বি ধারায় ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। তবে এই প্রথম নবদ্বীপে এই ধারায় কাউকে গ্রেফতার করা হল।

Arrest | newsfront.co
প্রতীকী চিত্র

এছাড়াও নবদ্বীপ থানার পুলিশ শহরের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ধরপাকড় করছে। তবে এর আগেও নবদ্বীপ নদীয়া ক্লাবের মাঠ থেকেও পুলিশ কয়েক জনকে আটক করেছিল এবং পরে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ সামগ্রী কম দেওয়ার অভিযোগে রেশন দোকান ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

যদিও লকডাউন মেনে ঘরে থাকার জন্য প্রশাসনের তরফ থেকে লাগাতার মাইক দিয়ে প্রচার করা হচ্ছে, কিন্তু এখনও অনেকে শুনছেন না। তাই এদের বিরুদ্ধে কড়া না হলে নিয়ন্ত্রণ রাখা যাবে না বলে মনে করছে পুলিশ প্রশাসন।

যদিও এ বিষয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল কুমার ঘোষ জানিয়েছেন,”নবদ্বীপ থানা জুড়ে লকডাউন যারা ভাঙছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি ধরপাকড় অব্যাহত থাকবে। এমনকি কাউকে ধরা হলে মামলার জন্য আদালতেও পাঠানো হবে। এছাড়াও লকডাউনের নিয়ম সকলকে মেনে চলতে হবে। তা না হলে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যাবে না”।

তবে সোমবার দেখা গেছে নবদ্বীপ রাধা বাজার মোড়ের টোটো স্ট্যাণ্ডে টোটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু অপরদিকে নবদ্বীপ পোড়ামা তলার ছবিটা একেবারেই উল্টো, সেখানে স্ট্যাণ্ডের টোটো সচল। আবার তেঘরিপাড়া বাজারে প্রচুর মানুষ একত্রিত হয়ে বাজার করছে, অথচ বাজার সরানোর উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে এলাকায়।

এর পাশাপাশি পুলিশ প্রশাসনের হুঁশ নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বাজারের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। যদিও বাজার কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে, বারবার অন্য জায়গায় বাজার সরিয়ে নেওয়ার জন্য তাদের সমস্ত রকম উদ্যোগ সফল হলেও, কিন্তু কোন ক্রেতাই বাজারমুখী হয়নি। তাই ব্যবসার কথা ভেবে বাধ্য হয়ে আবার এই ফুটপাতের উপর বাজার বসতে শুরু করেছে। যদিও এটা সম্পূর্ণ ব্যর্থ বলেই মনে করছেন বাজার কমিটির কর্মকর্তারা।

প্রতিদিন যেভাবে তেঘরিপাড়া বাজারে ভিড় হয়, সেখানে সত্যি সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এছাড়াও আগমেশ্বরী পাড়া বাজার এবং বড় বাজারে প্রচুর ক্রেতা-বিক্রেতাদের ভিড় হয়। সে জন্যই সামাজিক দূরত্ব বজায় রাখছে না।

সংক্রমনের থেকে রেহাই পাবার জন্য যে লকডাউন চলছে, তা মেনে চলা উচিত। তবুও কিছু অবুঝ মানুষ মানছেন না বলে অভিযোগ উঠতে শুরু করেছে এলাকায়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন থেকে লকডাউন না মানলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আদালতে পাঠানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here