একসঙ্গে ১২ জন নার্স-সহ মোট ১৪ জন করোনা আক্রান্ত! বন্ধ পার্ক সার্কাসের শিশু হাসপাতাল

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

পিয়ারলেস হাসপাতালের পর এবার করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল আরও একটি হাসপাতাল। একসঙ্গে ১২ নার্স এবং ২ জন মহিলা অ্যাটেনডেন্ট করোনা রিপোর্ট পজিটিভ আসায় এবার পার্ক সার্কাসের শিশু হাসপাতাল ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ’ সাময়িক ভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ।

Institute Child Health | newsfront.co
সংবাদ চিত্র

সূত্রের খবর, গোটা হাসপাতাল স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। শিশু হাসপাতাল হওয়ার এখন যারা ভর্তি আছে, তাদের চিকিৎসা অবশ্য থামানো হবে না। কিন্তু আউটডোর থেকে রোগী ভর্তির মত সমস্ত চিকিৎসা পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

Baby | newsfront.co
সংবাদ চিত্র

সূত্রের খবর, আক্রান্ত ১৪ জন নার্সকে ভর্তি করা হয়েছে রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে। টানা চিকিৎসা করতে করতে এই হাসপাতালের অনেক কর্মীরই করোনা উপসর্গ ধরা পড়ছিল। ইএসআই জোকা হাসপাতালে রেখে এদের প্রাথমিক পরীক্ষা করা হয়। তারপরেই এই করোনা পজিটিভ রিপোর্ট আসে।

child ward | newsfront.co
সংবাদ চিত্র

সোমবারই জানা যায়, সাময়িক ভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে পিয়ারলেস হাসপাতাল। সোমবার বিকেলে হাসপাতালের তরফে এক বিবৃতিতে এ কথা ঘোষণা করা হয়। মঙ্গলবার ফের একই খবর এল আইসিএইচ হাসপাতাল থেকে। গত মাস দুয়েক ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে একের পর এক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা করোনভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মেডিক্যাল কলেজে এই সংখ্যা সমস্ত মাত্রা ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে বন্ধ হয়ে ৪০ টিরও বেশি নার্সিংহোম। সীমিত স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এই ধরনের ঘটনা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য দফতরের কর্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here