নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কোয়ারান্টাইনে থাকা ১২ জন পুলিশকর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এর ফলে স্বস্তি ফিরেছে পুলিশ মহলে। সম্প্রতি ইসলামপুর পুলিশ জেলার ডালখোলা থানার পূর্ণিয়ামোড়ে নাকা চেক পোস্টে কর্মরত পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা একটি অ্যাম্বুলেন্সের কাগজপত্র চেক করেছিলেন।
পরে জানা যায় দিল্লি থেকে আলিপুরদুয়ারগামী ওই অ্যাম্বুলেন্সে যে রোগী এসেছিলেন, তিনি করোনা সংক্রমিত ছিলেন। ফলে গত শুক্রবার পুলিশকর্মীদের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তাদের করোনা পরীক্ষার রিপোর্টে সকলেরই নেগেটিভ এসেছে।
আরও পড়ুনঃ চালের গুণগত মান যাচাইয়ে বাঁকুড়ার সাংসদ
পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, সকলেরই নমুনা সংগ্রহ করে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল। স্বাস্থ্যদপ্তরে কথা বলে জানতে পেরেছি তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ আছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584