তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হল উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত উত্তর ও দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক সম্মেলন।সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেন মালদা মিশন আশ্রমের সম্পাদক তথা উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের সহ-সভাপতি পূজনীয় শ্রীমৎস্বামী ত্যাগ রূপানন্দজী মহারাজ,ভাব প্রচার পরিষদের যুগ্ম আহ্বায়ক তথা রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শুভেন্দু মুখার্জী,রামকৃষ্ণ সেবাশ্রমের মোহনবাটি শাখার সম্পাদক সুব্রত সরকার,মোহনবাটি শাখার সম্পাদক প্রদীপ ঘোষ।
উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার সমিতির যুগ্ম আহ্বায়ক শুভেন্দু মুখার্জী জানান তাদের রবিবারের আঞ্চলিক সম্মেলনে মোট ১০ টি আশ্রমের কর্মকর্তারা উপস্থিত হন।যার মধ্যে বালুরঘাট,পতিরাম,গঙ্গারামপুর,তপন,বুনিয়াদপুর,কালিয়াগঞ্জ,রায়গঞ্জ,ছত্রপুর ও মারনাই শ্রীরামকৃষ্ণ।সম্মেলনে বিভিন্ন এলাকায় মহিলাদের উন্নয়নে বেশ কিছু সামাজিক কর্মসূচী নেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।দ্বাদশ আঞ্চলিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সনৎ মুখার্জি, সম্পাদক প্রাণ কৃষ্ণ ভৌমিক,বিজয় সরকার সহ আশ্রমের বেশ কিছু সদস্য ও সদস্যাগন।সারাদিন ধরে দ্বাদশ আঞ্চলিক সম্মেলনে চলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
আরও পড়ুনঃ বিজেপির স্বচ্ছ ভারত অভিযান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584