বর্নময় অনুষ্ঠানে উদযাপিত স্বরধ্বনি’ দ্বাদশ বর্ষ পূর্তি উৎসব

0
100

নিজস্ব প্রতিবেদক,মেদিনীপুরঃ

“কবিতার ভুবন থেকে, আবৃত্তির রোদ্দুর” এইভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের পরিচিত​ আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা ও চর্চা কেন্দ্র স্বর ধ্বনির দ্বাদশ বর্ষ উৎসব। প্রদ‍্যুৎ স্মৃতি সদনে আয়োজিত এই বর্ণময় উৎসবের সূচনা হয় উপস্থিত অতিথিদের​ সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানের​ শুরুতে সবাইকে​ স্বাগত জানান সংস্থার প্রশিক্ষিকা সুতনুকা মাইতি। একক-দ্বৈত-সমবেত আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও শ্রুতিনাটকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শ্রোতৃমন্ডলী। স্বর ধ্বনির শতাধিক শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকাদের পাশাপাশি বিশেষ আবৃত্তি পরিবেশন করেন প্রথিতযশা বাচিক শিল্পী দেবাশীষ চক্রবর্তী ও কৃষাণু আচার্য্য।

নিজস্ব চিত্র

হৃদয়গ্রাহী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিতা হাজরা ও সংঘমিত্রা দাস। মনোজ্ঞ নৃত‍্যানুষ্ঠান পরিবেশন করেন সায়নী পট্টনায়েক ও মল্লার মিউজিক কলেজের শিক্ষার্থীরা। এদিনের অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন কবি রতনতনু ঘাঁটি। অনুষ্ঠানে বিশেষ ভাবে সম্মানিত করা হয় সংস্থার কৃতি শিক্ষার্থী অনুভব পালকে।

নিজস্ব চিত্র

শেষলগ্নে সুভাষ দাসের লেখা জমজমাট শ্রুতিনাটক “কর্তা গিন্নী সংবাদ” উপস্থাপন করেন সুতনুকা মাইতি ও আলোক কুমার পাল।এদিন সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি, বর্ষীয়াণ কবি নিলয় মিত্র, আইনজীবী শ‍্যামলেন্দু মাইতি, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, হায়দার আলী,অমিয় পাল, লক্ষণ চন্দ্র ওঝা, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। অতিথিরা সকলে সুস্থ সংস্কৃতির বিকাশ ও আবৃত্তি চর্চার প্রসারে স্বর ধ্বনির অবদানের ভূয়সী প্রশংসা করেন। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন দোলন ভট্টাচার্য।

নিজস্ব চিত্র

এদিনের অনুষ্ঠানে শুভদীপ বোস, চিত্তরঞ্জন দাস,রত্না দে, সুদীপ্তা মিশ্র, রোমা মন্ডল , প্রসূন কুমার পড়িযা, প্রলয় বিশ্বাস সহ আবৃত্তি ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানান সংস্থার প্রশিক্ষিকা সুতনুকা মাইতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here