রাধারানির খুলিতে আটকে ২০টি বুলেট, চাঞ্চল্যকর সিটিস্ক্যানের রিপোর্ট সংবাদমাধ্যমে

0
303

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মাথার খুলি বা বুকে মাত্র একটা গুলি লাগলেই অনেক সময়ে মৃত্যুর কোলে ঢলে মানুষ। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বাড়িতে ঢুকে বিজেপি মহিলা মোর্চার নেত্রীকে মাথায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীর দল।

Radharani Naskar | newsfront.co
চিকিৎসাধীন রাধারাণি নস্কর। নিজস্ব চিত্র

আশঙ্কাজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আর এ দিন সকালে তার সিটি স্ক্যান রিপোর্ট করতেই দেখা যায়, মাথার খুলিতে আটকে রয়েছে ২০ টি বুলেটের টুকরো। ওই অবস্থাতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাধারাণিদেবী।

Citi scan | newsfront.co
সিটি স্ক্যান। নিজস্ব চিত্র

এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর, রাধারানির শারীরিক অবস্থা যা তাতে কোনওরকম অস্ত্রোপচার করা এখনই সম্ভব নয়। ফলে নিউরো সার্জারি বিভাগের অধীনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাধারানি। ট্রমা কেয়ার সেন্টার র গ্রাউন্ড ফ্লোরে “রেড ইয়েলো” জোনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পালস রেট ৭০ এবং রক্তচাপও অনেকটাই কম, শরীরে হিমোগ্লোবিনও কম বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। তবে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

বিষ্ণুপুরের কুলেরদাড়ি গ্রাম পঞ্চায়েতের রঘুদেবদেবপুরের বাসিন্দা রাধারাণি নস্কর ও তাঁর স্বামী অরুণ নস্কর। দু’জনেই বিজেপি করেন। সোমবার সকালে স্থানীয় পঞ্চানন নস্করের নেতৃত্বে দুষ্কৃতীরা প্রথমে রাধারাণির স্বামীকে খুঁজতে আসে। কিন্তু তাকে না পেয়ে রাধারানি নস্করের উপর চড়াও হয়ে তাকে মারধর করে। আত্মরক্ষার্থে রাধারানি নস্করও পাল্টা ঝাঁটা ছুড়ে মারেন।

অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা রাধারানি নস্করকে গানপয়েন্ট রেখে মাথার পিছনে বাঁদিকে বারবার গুলি চালায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় রাধারানি নস্কর লুটিয়ে পড়তেই দুষ্কৃতীদের দলটি পালিয়ে যায়। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, পরে পরিস্থিতি আরও অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here