সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। এই থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে মানুষের তাপমাত্রা মাপা হচ্ছে। তাপমাত্রা বেশি হলে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
যাঁদের তাপমাত্রা স্বাভাবিক তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। ভিন রাজ্য বা বিদেশ থেকে আসা মানুষজনের ওপর বাড়তি নজর রাখছে প্রশাসন। বাইরে থেকে আসা অনেকেই চিকিৎসা করাতে অনাগ্রহী দেখাচ্ছে।
আরও পড়ুনঃ পুরভোটের দেওয়াল করোনার প্রচারে ব্যবহার কালিয়াগঞ্জের সিপিএম পার্টির
সেক্ষেত্রে পুলিশ তৎপরতার সঙ্গে বাড়িতে গিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করছে। এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় প্রায় পঁচিশ হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে। বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু স্থান আইসোলেশেন সেন্টারের জন্য চিহ্নিত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584