বিষ্ণুপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ২০

0
40

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগণার দুটি তৃণমূল ও বিজেপি অধ্যুষিত এলাকার মধ্যে সংঘর্ষ হওয়ায় বিশাল শোরগোলের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার খাঁকড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া(তৃণমূল) ও মাঝি পাড়ার (বিজেপি) মধ্যে সংঘর্ষ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

twenty injured in bjp and tmc conflict | newsfront.co
নিজস্ব চিত্র

ব্যাপক সংঘর্ষে আহত উভয় পক্ষের ২০জন। পাশাপাশি তৃণমূলের ২০ টি বাড়িতে ভাংচুর, লুটপাট, গাড়িতে আগুন, গাড়ি ভাংচুর হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনীমোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যা ফ।

twenty injured in bjp and tmc conflict | newsfront.co
ভাঙচুর। নিজস্ব চিত্র

অভিযোগ, রায় পাড়ার এক ব্যক্তি মাঝি পাড়ায় কালী ঠাকুর দেখতে অথবা পুজোর জন্য পুরোহিত খুঁজতে গিয়েছিল।

তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অভিযোগ, ঠিক সেই সময়ে মাঝি পাড়া অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকেরা হামলা চালায় সেই ব্যক্তির উপরে। এই খবর এলাকায় ছড়াতেই ২-৩ জন মাঝি পাড়ায় যায়। ঠিক সেই সময় মাঝি পাড়ার লোকজন তাদেরকেও মারধর করে।

injured | newsfront.co
শিখা রায়, আক্রান্ত। নিজস্ব চিত্র

এরপর বিষ্ণুপুর থানায় খবর দিলে বিষ্ণুপুর থানার পুলিশ মাঝি পাড়া থেকে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুনঃ যাত্রীবাহী বাস বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১

বেশ কিছুক্ষণ পুলিশ থাকার পর চলে যায়। এরপর সোমবার সকালে মাঝি পাড়ার বিজেপি কর্মী সমর্থকেরা লাঠি, বোমা, সোডার বোতল, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় রায় পাড়ার তৃণমূল কর্মী সমর্থকদের উপরে। তাদের ২০টা বাড়ি ভাংচুর করা হয়।

twenty injured in bjp and tmc conflict | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু তাই নয়, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, চলে বোমাবাজি। এরপরে মারধর করতে বাড়িতে ঢুকে বাড়ির পুরুষ ও মহিলাদের এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

এর জেরে ১২-১৪ জন আহত হয় তাদেরকে বিষ্ণুপুর থানার পুলিশ উদ্ধার করে কলকাতায় স্থানান্তরিত করেছে। তবে বিজেপি সমর্থকদের দাবি, গ্রামের মানুষ উত্তেজিত হয়ে পড়ায় এমন ঘটনা ঘটেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here