নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ধান কাটতে যাওয়ার পথে ট্রাক উল্টে গুরুতর জখম হলেন প্রায় ১৯ জন শ্রমিক।শুক্রবার বিকেলে মালদার রতুয়া থানার সেকেন্দ্রাটোলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।গুরুতর জখম অবস্থায় প্রায় ১১ জন মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।বাকিরা রতুয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখমদের বাড়ি মানিকচকের ভূতনি থানা এলাকায়।
আরও পড়ুনঃ ট্রাক উল্টে নয়ানজুলিতে,মৃত চালক
তারা প্রত্যেকে পেশায় শ্রমিক।শুক্রবার প্রায় ২২ জন শ্রমিক মিলে একটি ট্রাক ভাড়া করে ধান কাটতে ভূতনি থেকে গাজোলের উদ্দেশ্য যাচ্ছিল।যাওয়ার পথে রতুয়ার সেকেন্দ্রাটোলা এলাকায় একটি টোটো ট্রাকের সামনে হঠাৎ চলে আসে।টোটো বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়।রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি।জখম হয় প্রায় ১৯ জন।স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।পরে তাদের মধ্যে ১১ জনকে মালদহ মেডিকেলে রেফার করে।বর্তমানে সকলেই চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584