মিথ্যে পরিচয়ে প্রতারণা, ধৃত যুবক

0
754

সুদীপ পাল, বর্ধমানঃ

মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। নিজেকে নৌবাহিনী কর্মী পরিচয় দিয়ে ওই যুবক বেশ কয়েকদিন পানাগড় বাজারের একটি হোটেলে আশ্রয় নিয়েছিল। নৌবাহিনীর কর্মী কেন এতদিন ধরে হোটেলে রয়েছেন তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।

boy arrested for revealed wrong identity | newsfront.co
ভুয়ো পরিচয়পত্র। নিজস্ব চিত্র

তারপরেই হোটেলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই যুবককে। যুবকের কাছ থেকে নকল পরিচয় পত্র সহ বেশকিছু নথিপত্র পাওয়া গেছে। এছাড়া একটি নতুন গাড়ি এবং মোটরবাইক উদ্ধার হয়েছে।

জানা যাচ্ছে, নথি দিয়ে ঋণদান সংস্থার কাছে টাকা নিয়ে বিভিন্ন শোরুম থেকে গাড়ি কেনার উদ্দেশ্যে এসেছিল এই যুবক পানাগড়ে এসেছিল।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে নকল মদ তৈরির সরঞ্জাম উদ্ধার, ধৃত ১৩

যুবকের নাম পীযূষ কুমার সাউ। হুগলির আদিসপ্তগ্রামে বাড়ি। উদ্ধার হওয়া মোটর বাইকটির কোন নম্বর প্লেট নেই। গাড়ি এবং বাইকটি সদ্য কিনেছিল এই যুবক। ধৃতকে জেরা করে জানা গেছে সেগুলি সে বিক্রির চেষ্টা করছিল।

ঋণদান সংস্থা এবং গাড়ির শোরুমের সঙ্গে প্রতারণা করাই ছিল যুবকের উদ্দেশ্যে। তার কাছ থেকে নৌবাহিনী ভুয়ো পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে গোয়ায় কর্মরত বলে উল্লেখ রয়েছে। এছাড়া নানান ব্যাঙ্কের এটিএম কার্ড, চেকবই উদ্ধার করা হয়েছে।

আসানসোল দুর্গাপুর কমিশনারেটর ডিসি (পূর্ব) অভিষেক গুপ্ত জানান, ধৃতকে আদালতে তোলা হলে ১০ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতারণা ছাড়াও যুবকের আর কোন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here