যাত্রী সুবিধার্থে আরও কুড়ি জোড়া ‘ক্লোন ট্রেন’ চালাবে রেলওয়ে

0
230

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আনলক পর্বে যাত্রীদের সুবিধার জন্য ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করছে ভারতীয় রেল। বর্তমানে যে ৩১০টি ট্রেন চলছে, তার সঙ্গে এবার আরো কুড়ি জোড়া বিশেষ ‘ক্লোন ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ২১ তারিখ থেকেই শুরু হচ্ছে বিশেষ ক্লোন ট্রেন পরিষেবা।

Indian Railway | newsfront.co

এই প্রথম ক্লোন ট্রেন চালাবে রেল মন্ত্রক। যে রুটে চাপ বেশি সেখানে ক্লোন ট্রেন চালানো হবে এবং ওয়েটলিস্ট দেখে সেই রুটগুলি নির্ধারণ করা হবে। চলতি মাসের শুরুতে রেলের তরফে এমনটাই ঘোষণা করা হয়।

এদিন রেল জানায় ৪০টি ক্লোন স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি সম্পূর্ণ ভাবে সংরক্ষিত থাকবে ও সীমিত স্টেশনে থামবে। ১০ দিন আগে থেকে ক্লোন ট্রেনের বুকিং শুরু হবে।

Train route list | newsfront.co
কোন কোন রুটে চলবে ক্লোন ট্রেন তার তালিকা

রেলমন্ত্রক জানিয়েছে ক্লোন ট্রেনে অধিকাংশ কোচই এসি থ্রি-টায়ার হবে। রেল আরও জানায় যে, পরে এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞাপন দেওয়া হবে জনগণকে অবহিত করার জন্য।

আরও পড়ুনঃ ট্যাক্সের হার চড়া, ভারতের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা স্থগিত টয়োটা মোটর্সের

এই ট্রেনগুলির গতি বর্তমানে চলা বিশেষ ট্রেনের থেকে বেশি থাকবে। ১৯ জোড়া ক্লোন ট্রেন হামসফর ট্রেন হিসাবে চলবে ও একটি চলবে জনশতাব্দী হিসাবে। ভাড়াও নেওয়া হবে সেরকম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here