নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
নিয়ন্ত্রণ হারিয়ে ভোররাতে বাস উল্টে আহত হলেন কুড়ি জন যাত্রী, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ৬ নং জাতীয় সড়কের পাঁশকুড়া থানার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে।
যাত্রীদের অভিযোগ, চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। যে কারণেই ঘটে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ জনসংখ্যা নিয়ন্ত্রণে মেরুকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি, হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে উঠছে প্রশ্ন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ রাঁচি থেকে কলকাতা যাচ্ছিল একটি ভলভো বাস। বাসে ছিলেন প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী। পাঁশকুড়ার কোলিশ্বর বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা খাদে উল্টে গিয়ে আটকে পড়ে।
আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়া ব্লকে খাঁচাবন্দী চিতা, স্বস্তিতে স্থানীয়রা
বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের জানলার কাঁচ ভেঙ্গে উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন তাদের মধ্যে।
তাঁদের মধ্যে গুরুতর আহত তিন যাত্রীকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে।
বিকাশ পান্ডে নামের এক যাত্রী জানিয়েছেন, আমরা বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎই একটা ঝটকা অনুভব করি। উঠে দেখি বাসটি একটি খাদের মধ্যে পড়ে রয়েছে।
আমরা নিজেরাই সবাই মিলে আহত যাত্রীদের উদ্ধার করি। সেসময় বাসের ড্রাইভার ও কন্ডাক্টর পালিয়ে গিয়েছিল। আমাদের ধারণা বাস চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
পাঁশকুড়া থানার অজয় মিশ্র জানিয়েছেন, আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করা হয়েছে। চালক ও খালাসের খোঁজে তল্লাশি চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584