অক্সিজেনের অভাবে ২০ জনের মৃত্যু দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে

0
60

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে তাঁদের হাসপাতালে, অক্সিজেন না পেয়ে। দিল্লিতে অক্সিজেনের অভাব কি পরিস্থিতি সৃষ্টি করেছে তা ফের বোঝা গেল এই ঘটনায়।

oxygen shortage | newsfront.co

জয়পুর মেডিক্যাল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডি কে বালুজা জানান , সরকারের তরফে তাঁদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে। সেই অক্সিজেন হাসপাতালে পৌঁছনোর কথা ছিল শুক্রবার বিকেলে ৫টার মধ্যে, কিন্তু তা পৌঁছয় মাঝরাতে। ততক্ষণে মারা গিয়েছেন ২০জন রোগী।

আরও পড়ুনঃ দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কাঁচামাল রফতানি, ভারতকে জানাল বিডেন সরকার

তিনি জানান, ওই হাসপাতালে কমপক্ষে ২২৫ জন কোভিড রোগী রয়েছেন যাঁদের অবস্থা সঙ্কটজনক। তাঁদের সব সময়ের জন্য অক্সিজেন দরকার বলেও জানান তিনি। কিন্তু ওই ২২৫ রোগীকে তা সরবরাহ করার মতো অক্সিজেন হাসপাতালে নেই।এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে।

সামগ্রিক ভাবে দিল্লির অধিকাংশ হাসপাতাল ভুগছে অক্সিজেনের ঘাটতিতে। শনিবার সকালে মূলচাঁদ হাসপাতাল কর্তৃপক্ষ একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ করোনা যুদ্ধে শত্রুতা ভুলে ভারতীয়দের পাশে থাকার বার্তা ইমরান খানের

ওই টুইটের মূল বিষয় অক্সিজেনের অভাব। টুইটে মোদি, কেজরিওয়াল ও অনিল বৈজলের থেকে সাহায্য চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লেখেন, তাঁরা জরুরি সাহায্য চাইছেন। হাসপাতালে যে পরিমান অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে ২ ঘণ্টাও চলবে না। অথচ ১৩৫ জন রোগীর অবস্থা সঙ্কটজনক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here