হিমাচলে গভীর খাদে স্কুলবাস, মৃত্যু ২৭ শিশুর

0
161

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-

আজ হিমাচল প্রদেশের নুরপুরের চেলি গ্রামের পাহাড়ি রাস্তার একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল বাস উল্টে যায় এবং পাশের প্রায় একশ ফুট নিচে খাদে পড়ে যায়।

ছবি-টুইটার

এতে ঘটনাস্থলে ৮শিশু ও বাসের চালক মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের পাশাপাশি আটকে পড়া শিশুদের বের কোরে আনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বাসে করে ওয়াজির রাম সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলো। বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।এখনো পর্যন্ত,২৭ জন শিশু সহ ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার শিকার শিশুদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here