মনিরুল হক, কোচবিহারঃ
২১-এর নির্বাচনের আগে একাধিক আধিকারিককে বদলি করল নবান্ন। জানা গেছে, তিন বছরের বেশি যেসব অফিসার এক জায়গায় পোস্টিং আছেন, তাদের সরিয়ে দিতে বলল নির্বাচন কমিশন।
দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে সব মুখ্য নির্বাচন আধিকারিককে এমন নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকা পেয়েই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব রাজ্য সরকারকে ওই নির্দেশ কার্যকর করতে বলেছেন।
আরও পড়ুনঃ আলকায়দার ‘হিট লিস্টে’ বাংলার রাজনীতিবিদরা,ভোটের আগে সতর্ক করলো গোয়েন্দারা
সেই নির্দেশ পাওয়ার পর কোচবিহার জেলায় মোট ২৬ জন আধিকারিককে বদলি করল রাজ্য সরকার। এদিন দিনহাটা মহকুমা শাসক শেখ আনসার আহমেদের বদলি করা হয়। তিনি কোচবিহারের এডিএম হিসেবে কার্যভার গ্রহণ করবেন।
এবং তার জায়গায় আসবেন হিমাদ্রি সরকার। তিনি এতদিন পূর্ব মেদিনীপুরের ডেপুটি ডি এল এন্ড এল আর ও পদে ছিলেন। পাশাপাশি বদলি হয়েছেন কোচবিহার সদর মহকুমার এসডিও সঞ্জয় পাল। তাকে চাঁচলের এসডিও পদে পাঠানো হয়েছে। তার জায়গায় সদরের নতুন এসডিও হলেন সব্যসাচী রায়। তিনি বর্তমানে চাঁচলের এসডিও পদে রয়েছেন বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।
আরও পড়ুনঃ পদ থেকে অব্যাহতি সিপিএমের রাজ্য সম্পাদকের
জানা গিয়েছে, দিনহাটার বর্তমান মহকুমা শাসক শেখ আনসার আহমেদ কোচবিহারের এ ডি এম-এর দায়িত্ব নেবেন। দেশের সর্বকনিষ্ঠ আইএএস শেখ আনসার আহমেদ বেশ কয়েক বছর আগে দিনহাটা মহকুমা শাসকের দায়িত্ব নেন। তার দক্ষতা প্রশাসনিক দিক থেকে স্বতন্ত্র মাত্রা যুক্ত হয়। এবার কোচবিহারের এডিএম হিসেবে তিনি কার্যভার গ্রহণ করবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন হিমাদ্রি সরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় ২ জন এডিএম, ৪ এসডিও, ৩ বিডিও সহ আরও ১৭ জনকে বদলির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584